সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাঁচলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মাহবুব খানকে (৩২) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সে কামারখন্দ উপজেলার বাগবাড়ি লাহিড়ীবাড়ি গ্রামের মৃত চান খানের ছেলে।
ওসি (ডিবি) একরামুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোঃ ফারুক হোসেনের দিক নির্দেশনায় শনিবার রাতে উল্লিখিত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি পিস্তল, ৭ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন, ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে সলঙ্গা থানা এলাকার একটি বাড়িতে সম্প্রতি ডাকাতি করা ১ টি ৪৬ ইঞ্চি টিভি ও একটি দোকান থেকে ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে সিরাজগঞ্জসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। এ ব্যাপারে ডিবির এসআই রুবেল মিয়া বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন।